নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে কিটনাশকযুক্ত কলাই খেয়ে ৬৫ ঘুঘু ও সাতটি কবুতর মারা গেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মৃত পাখিগুলো উদ্ধার করে নদীতে ফেলে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ মাহমুদ।
শাহজাদপুর বন বিভাগের কর্মকর্তা রশিদুল হাসান জানান, বন্যপ্রাণী আইনে পাখি নিধন অপরাধ। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এখন থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেবেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ মাহমুদ বলেন, কলাইয়ের জমিতে অতিরিক্ত কীটনাশক দেওয়ার ফলে কালাইগুলোও বিষাক্ত হয়ে যায়। সেগুলো খাওয়ার পরে পাখিগুলো মারা যায় মর্মে একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা তাদের একটি মামলা করতে বলেছিলাম। কিন্তু তারা সেটি না করে একটি সাধারণ অভিযোগ দেন। পরে আমরা সেটিকে জিডিভুক্ত করে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ হলে সঠিক কারণ জানা যাবে ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিএসডি/আইপি