করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটারদের সঙ্গে ভাড়া করা বিমানে তাই আপাতত দেশে ফেরা হচ্ছে না তাঁর।
ফ্র্যাঞ্চাইজিটার অলরাউন্ডার সাকিব আল হাসান এর মধ্যেই দেশে ফিরে একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করছেন। বিমানে ওঠার আগে সাকিবের করোনা পরীক্ষা হয়েছে। এর বাইরেও গত এক মাসে ২০-২২ বার করোনা পরীক্ষা হয়েছে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের। সৌভাগ্যবশত কোনোবারই দুঃসংবাদ আসেনি। কিন্তু সাকিবের কলকাতা সতীর্থদের নিয়ে একই কথা বলা যাচ্ছে না।
আহমেদাবাদে আপাতত আইসোলেশনে সময় কাটছে সেইফার্টের। সেখান থেকে চেন্নাইয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা করা হবে। বিমানে ওঠার আগে দুবার পিসিআর পরীক্ষায় ব্যর্থ হন সেইফার্ট, জানানো হয় নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেড) সংবাদ বিজ্ঞপ্তিতে—করোনার ‘সাধারণ লক্ষণসমূহ প্রকাশ পাচ্ছে’ তাঁর মধ্যে। নিউজিল্যান্ডের উদ্দেশে বিমানে ওঠার আগে গত ১০ দিনে করোনা পরীক্ষায় ৭ বার নেগেটিভ হন সেইফার্ট।
২৬ বছর বয়সী এ ক্রিকেটারের কোভিড পজিটিভ হওয়া নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্ল্যাকক্যাপস ব্যাটসম্যান টিম সেইফার্ট কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন এবং তিনি অন্য ক্রিকেটারদের সঙ্গে ভাড়া করা বিমানে দেশে ফিরছেন না।’
এর আগে সাকিবের আরও দুই কলকাতা সতীর্থ করোনা পজিটিভ হন—স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দ্বীপ ভারিয়ের। গত সপ্তাহে তাঁরা পজিটিভ হওয়ার পর কলকাতা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি স্থগিত করা হয়।
এবার আইপিএলে প্রথম করোনা পজিটিভের খবর মিলেছে এ দুজনের সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে। এরপর অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও করোনা আঘাত হানায় আইপিএল স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নিউজিল্যান্ড ক্রিকেটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চিকিৎসা ও আইসোলেশনের মধ্য দিয়ে যাওয়ার পর সেইফার্ট কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হলে তাকে নিউজিল্যান্ডে ফেরত পাঠানো হবে, যেখানে তাকে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে।’ চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে যেসব চিকিৎসাব্যবস্থা পেয়েছেন, সেইফার্টকেও তা সরবরাহ করা হবে।
গত আইপিএলে যুক্তরাস্ট্রের বোলার আলী খানের বদলি হিসেবে সেইফার্টকে দলে নেয় কলকাতা। এ মৌসুমে তাঁকে রেখে দেয় ফ্র্যাঞ্চাইজিটি, যদিও এবার আইপিএল স্থগিত হওয়ার আগে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি।
আইপিএলে খেলতে ভারতে আসা নিউজিল্যান্ডের ক্রিকেটার ও স্টাফদের দুটো ভাড়া করা বিমানে দেশে পাঠানো হচ্ছে। এর মধ্যে একটি বিমান ইতিমধ্যেই ভারত ছেড়েছে। আজ সন্ধ্যায় অন্য বিমানটি ছাড়ার কথা। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের আরেকটি অংশ ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে উড়াল দেবে ইংল্যান্ডে।
আইপিএল এবার ২৯টি লিগ ম্যাচের পর স্থগিত করা হয়েছে। পরশু বিকেলে ভাড়া করা বিমানে ভারত থেকে মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেশে ফেরেন সাকিব। এরপরই ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে চলে গেছেন সাকিব ও মোস্তাফিজ। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যান তাঁরা।
সাকিব ও মোস্তাফিজ দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করে টুইট করেছে সাকিবের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স, ‘ধন্যবাদ সাকিব আল হাসান। জেনে খুশি হয়েছি তুমি আহমেদাবাদ থেকে সঙ্গী মোস্তাফিজুর রহমানকে নিয়ে ঢাকায় ভালোভাবে পৌঁছেছো। নিরাপদে থেকো, শিগগিরই দেখা হবে—ভালো থেকো।’