বিনোদন ডেস্ক:
দেশের সেলিব্রেটি মডেল ও তারকাদের লুক স্টাইল পরিবর্তন করে আলোচনায় এসেছেন তরুণ ফটোগ্রাফার তানজিল জনি। যিনি ‘ফ্যাশন মডেল তৈরির কারিগর’ হিসেবে পরিচিতি পেয়েছেন এরমধ্যে।
বর্তমানে দুই শতাধিক তরুণ-তরুণীকে মডেলিং শেখাচ্ছেন তিনি। এজন্য একটি গ্রুমিং স্কুলও চালু করেছেন। যার নাম ‘তানজিলস ক্রিয়েশন’। গত বছরের নভেম্বরে তার এই ফ্যাশন গ্রুমিং স্কুল চালু হয়। যেখানে তিনটি ব্যাচে সপ্তাহে দুদিন করে ক্লাস নেওয়া হচ্ছে। এসব ক্লাসে মডেলিংয়ের মূল বিষয়গুলো হাতে কলমে শেখানো হয়।
তানজিল জনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুমিং সিজন (স্কুল) আমার। তিন মাসের কোর্স বলেই এটিকে সিজন বলছি। যারা নিষ্ঠাবান, মনোযোগী, পরিশ্রমী তারা আমার গ্রুমিং স্কুলে থাকাকালীন মডেলিংয়ের বিভিন্ন শোতে অংশ নিতে পারে।’
গত চার বছর ধরে গ্রুমার ও ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন তানজিল জনি। লেখাপড়া করেছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। আজরা মাহমুদের মাধ্যমেই তার এই অঙ্গনে পথচলা শুরু। তার বেশ কিছু শুটের ছবি ভাইরাল হয়েছে। অনন্ত জলিলের পৃষ্ঠপোষকতায় হিরো আলমকে ভেঙে নতুন লুকে হাজির করেছিলেন তিনি। যা বেশ প্রশংসা কুড়ায়। কথিত অপু ভাইয়ের ফ্যাশন লুক পরিবর্তন করেও আলোচনায় আসেন এই তরুণ।
তানজিল বলেন, ‘২০২০ এ দেশের সবচেয়ে বড় ফ্যাশন শো ট্রেসমি ফ্যাশন উইকে কাজ করেছি। ছয়টি দেশের বিদেশি কোরিওগ্রাফার মডেলরাও ছিল। ম্যাগাজিন, বিলবোর্ড ছাড়া আরও বড় বড় কাজ করেছি। ট্রান্সজেন্ডারদের নিয়েও আমার কাজের অভিজ্ঞতা রয়েছে।’ সামনে আরও নতুন নতুন চমক নিয়ে হাজির হবেন বলেও জানান তিনি।