নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
শুক্রবার বিকেলে হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. আরমান, জহিরুল ইসলাম ও কামরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ৪৫ কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, মোহাম্মদপুরসহ আশেপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় তথ্য আসে যে, কতিপয় মাদক কারবারি কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে বিক্রয়ের জন্য মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতাররা কুমিল্লা থেকে গাঁজা এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে মামলায় দায়ের হয়েছে।
অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
বিএসডি/আইপি