স্পোর্টস ডেস্ক:
এভারেস্ট প্রিমিয়ার লিগে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের অভিষেক ম্যাচ ছিল পোখারা রাইনোসের বিপক্ষে। ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। তবে যতটুকু হয়েছে তাতে জয় পাওয়াটা মোটামুটি নিশ্চিত ছিল তামিমের দলের। তাই প্রথম ম্যাচে ব্যাটিং করতে না পারার সঙ্গে তামিমের আফসোস হচ্ছে দলের পয়েন্ট ভাগাভাগি নিয়েও।
আফসোসের মাঝেও তামিম কিছু একটা খুঁজে পেতে পারেন চাইলে। ফিল্ডিংয়ে যে দারুণ এক নৈপুণ্য দেখিয়ে বিদায় করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার আসেলা গুনারত্নেকে।
প্রথধমে ব্যাট করা পোখারার ইনিংসে ধস নামানোর শুরুটা করেছিলেন গ্ল্যাডিয়েটরদের উদ্বোধনী বোলার ধামিকা প্রসাদ। এরপর স্থানীয় বোলার দুর্গেশ গুপ্তর তোপে ১২ রান তুলতেই অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায় পোখারার। গুনারত্নে যাও একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তামিমের দারুণ ফিল্ডিংয়ে সাজঘরে ফিরতে হয় তাকেও। শর্ট থার্ড ম্যান থেকে দারুণ এক থ্রোতে তাকে বিদায় করেন তামিম। কেসরিক উইলিয়ামসের চেষ্টাও টেকেনি বেশিক্ষণ। গুনারত্নেকে সঙ্গ দেওয়া বিবেক যাদব অবশ্য অপরাজিত ছিলেন।
এতক্ষণ পর্যন্ত ১০.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৫ রান তুলতে পারে পোখারা। এরপরই বৃষ্টি হানা দেয় ম্যাচটিতে। বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় বাতিলই করে দিতে হয় ম্যাচটা। ফলে পোখারার টুঁটি চেপে ধরেও জিততে না পারা আর পয়েন্ট ভাগাভাগির আফসোস নিয়ে মাঠ ছাড়ে তামিমের দল।