নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বিকল্প লাইনে রেল চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে রেলওয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনটির কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। ট্রেনটি পথে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় পৌঁছলে দুটি বগি (কনটেইনার রাখার গাড়ি) লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলের উদ্ধারকারী গাড়ি পাহাড়তলী থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। আমরাও ঘটনাস্থলের দিকে যাচ্ছি।
তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলে ডবললাইন হওয়ার কারণে অন্য ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
বিএসডি/আইপি