মাদারীপুরের শিবচরে বাল্কহেডকে ধাক্কা দিয়ে ডুবে যাওয়া স্পিডবোটের মালিক চান মিয়া চান্দুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নৌপুলিশের করা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় গত ৩ মে সকালে দাঁড়িয়ে থাকা বাল্কহেডে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই স্পিডবোট। এতে মৃত্যু হয় মোট ২৬ জনের। স্পিডবোটের চালকসহ পাঁচজন জীবিত উদ্ধার হন। ঘটনার রাতেই নৌপুলিশের এসআই লোকমান হোসেন শিবচর থানায় বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা করেন। ওই মামলায় এখ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন স্পিডবোটের চালক শাহ আলম। তিনি আহত, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্য দুই আসামি হলেন ঘাটের ইজারাদার শাহ আলম ও বোটের আরেক মালিক মো. রেজাউল। তারা এখনও পলাতক। দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে।