স্পোর্টস ডেস্ক:
ইউরোতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। এরপর যোগ দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। কিন্তু ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে সেভাবে সুযোগ পাননি। কেইলর নাভাসের আড়ালে পরে হয়ে ছিলেন দ্বিতীয় পছন্দের গোলরক্ষক। কথা হচ্ছিল, প্যারিসে নাকি সুখী নন তিনি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে অভিষেক হয়ে গেছে ডোনারুম্মার। ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে তার দল। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচশেষে নিজের সম্পর্কে শোনা সেসব কথার ব্যাপারে মন্তব্য করেছেন ২২ বছর বয়সী ডোনারুম্মা। তিনি বলেছেন, ‘আজেবাজে কথা’ শুনে কেবল হেসেছেন।
ডোনারুম্মা বলেছেন, ‘আমার পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে সমালোচনা? আমি কেবল হাসতে চাই। আমি পিএসজিতে খুশি আছি। আমার সম্পর্কে আজেবাজে কথাবার্তা পড়ে শুধু হাসি। এটা দুর্দান্ত ব্যাপার সব চ্যাম্পিয়নদের সঙ্গে খেলা।’
পিএসজিতে সুখেই আছেন জানিয়ে তিনি বলেছেন, ‘এখানে কোনো সমস্যা নেই। কোনো ধরনের সমস্যা নেই। আমি এখানে থাকতে পেরে খুশি। আমি এমন একটা ক্লাবে আছি, যারা সবসময় সমর্থন দেয়।’
চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক নিয়ে ডোনারুম্মা বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগে আমার অভিষেকের এমন স্বপ্নই দেখেছি। আর সেই স্বপ্ন সত্যি হয়েছে। এটা দারুণ একটা ম্যাচ ছিল, অপরিসীম আনন্দের। যারা আমার নিকটবর্তী ছিল, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার বাবা-মা, বান্ধবী, সবাইকে।’