নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসব কর্মসূচির আয়োজন করে হাসপাতাল প্রশাসন ও কার্ডিওলজি বিভাগ।
দিবসটি উপলক্ষে সকাল ৯টার দিকে মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি শুরু হয়ে তা হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর, মমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, ময়মনসিংহ বিএমএর সভাপতি ডা. মতিউর রহমান ভুঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ময়মনসিংহের সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ তারা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আক্তারুন্নেসা ও কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ বারী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. গণপতি আদিত্য।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর বলেন, যেহেতু হৃদরোগের ৮০ শতাংশ প্রতিরোধযোগ্য। তাই এটিকে প্রতিরোধের জন্য প্রয়োজন মানুষের সদিচ্ছা। তবে আমাদের মধ্যে সচেতনতার খুবই অভাব। তাই সব বিভাগের রোগীদের মাঝে এ বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে হবে। কেননা হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
বিএসডি/আইপি