নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শুক্রবার ভোরে ওই উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেনি তবে আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, একটি কুলিং কর্নারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা সবদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিএসডি/আইপি