জ্যেষ্ঠ প্রতিবেদক:
তিন দিন পর আজ (শনিবার) অনুশীলনে ফিরলেন মিডফিল্ডার সোহেল রানা। সকালে মালের আর্টিফিশিয়াল গ্রাউন্ডে ঘণ্টা দেড়েক অনুশীলন করেছেন জাতীয় দলের এই সিনিয়র ফুটবলার। মালদ্বীপে এসেই জ্বরে আক্রান্ত হন সোহেল। এজন্য অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিনি।
আজ অনুশীলনের পর নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সোহেল বলেন, ‘এখন আলহামদুল্লিাহ ভালো আছি। আজ তিন দিন পর অনুশীলন করলাম। কোনো সমস্যা অনুভূত হয়নি।’
গতকাল (শুক্রবার) বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। মাঠের বাইরে থেকে ম্যাচ দেখেছেন সোহেল। শ্রীলঙ্কার ম্যাচ সম্পর্কে তার প্রতিক্রিয়া, ‘কোচ এবং আমরা খেলোয়াড়রা শুরু থেকে বলে আসছিলাম। প্রথম ম্যাচে জয়টা খুবই প্রয়োজন ছিল। আমরা ভালো খেলেই জয়টা পেয়েছি। এখন সামনে এগিয়ে যেতে হবে।’
সামনে এগুনোর পথে বড় বাধা ভারত। ৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ। সোহেল দলের সিনিয়র ফুটবলার। তিনি এই ম্যাচে খেলার মতো ফিট আছেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগামীকালও অনুশীলন রয়েছে। আমি মনে করি মাঠে নামতে পারব। খেলানোর বিষয়টি তো সম্পূর্ণ কোচের উপর।’