নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
রোববার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
সভায় জানানো হয়, জেলায় ৭৮৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। সার্বিক নিরাপত্তা বিধান, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও কোভিড বিধি বিধান মেনে উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথের (সিআইপি) পক্ষ থেকে ৯টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতিদের হাতে ৬ লাখ টাকা তুলে দেওয়া হয়।
অতুল সরকার বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, করোনার কারণে শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। মণ্ডপে স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রবেশ করতে হবে। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বিএসডি/আইপি