নিজস্ব প্রতিবেদক:
পদ্মায় তীব্র স্রোতের কারণে দেড় মাসের বেশি সময় বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (০৪ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে শিমুলিয়া ঘাট থেকে ছোট একটি ফেরির মাধ্যমে এ নৌপথে পরীক্ষামূলক (ট্রায়াল) ফেরি ছাড়া হয়।
ঘাট কর্তৃপক্ষ বলছে, ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটে সফলভাবে পৌঁছাতে পারলে ফেরি চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যাতায়াতে পদ্মা নদী পার হতে বাংলাবাজার- শিমুলিয়া নৌপথ ব্যবহার করে। স্বাভাবিক সময়ে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ১৮ থেকে ২০টি ফেরি চলাচল করত। গত জুলাই ও আগস্টে পদ্মায় তীব্র স্রোত থাকায় পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগে। এ পরিস্থিতিতে নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে গত ১৮ আগস্ট দুপুরের পর এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বর্তমানে বাংলাবাজার-শিমুলিয়া পথে যাত্রী পারাপারে ভরসা লঞ্চ। তাও ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া হয়ে রাজধানী ঢাকায় যাচ্ছে।
বরিশালের কলাপাড়ার বাসিন্দা সালাউদ্দিন জানান, বাড়িতে যাতায়াতের জন্য সবচেয়ে সহজ মাধ্যম ছিল শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ। এ পথে ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জ হয়ে প্রাইভেট কার ভাড়া করে যেতে হয়েছে। এতে করে বেশি সময় লেগেছে। অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে।
ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, শিমুলিয়া ঘাট থেকে যে ফেরিটি ছেড়ে গেছে আমি নিজেও সে ফেরিতে আছি মোটরসাইকেল। ফেরিতে ১২টি হালকা যানবাহন রয়েছে। আমাদের ফেরি ইতোমধ্যে সেতু এলাকা পার হয়েছে। সফলভাবে বাংলাবাজার ঘাটে পৌঁছালে ফেরি চলাচল শুরু হয়ে যেতে পারে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ছোট ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট থেকে পরীক্ষামূলকভাবে ছেড়ে গেছে। ফেরিটি সফলভাবে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে পৌঁছতে পারলে পরবর্তীতে ফেরি চলবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএসডি/আইপি