বিনোদন ডেস্ক:
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই পুরস্কার দিয়ে থাকে। এখানে পুরস্কৃত হয় বিশ্বের সেরা সিনেমা ও পারফর্ম্যান্সগুলো।
আগামী বছরের মার্চে অনুষ্ঠিত অস্কারের ৯৪তম আসর। এই আসরে অংশ নেওয়ার জন্য বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। অর্থাৎ নিয়ম মাফিক বাংলাদেশের সিনেমাও অংশ নিতে পারবে অস্কারের দৌড়ে।
বেশ কয়েক বছর ধরেই একটি কমিটির মাধ্যমে বাংলাদেশ থেকে সিনেমা বাছাই করে অস্কারে পাঠানো হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানের নেতৃত্বে ৯ সদস্যের এই কমিটি নতুন সিনেমা আহ্বান করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি জানিয়েছে, অস্কার বাংলাদেশ কমিটিতে জমা দিতে আগ্রহী পরিচালক-প্রযোজকের সিনেমাটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি হতে হবে। চলতি বছরের ১ জানুয়ারির পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭(সাত) দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল, email: info.bffs@gmail.com) থেকে সিনেমা জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ১৪ অক্টোবর বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।
বাছাই প্রক্রিয়া শেষে একটি সিনেমা নির্বাচিত করা হবে। সেটিই যাবে অস্কারের বিদেশী ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে লড়ার জন্য। যদিও এখনো অব্দি বাংলাদেশের কোনো সিনেমা অস্কারের প্রাথমিক মনোনয়নে পর্যন্ত জায়গা করে নিতে পারেনি।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয় ১১ নির্মাতার অমনিবাস সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’।