নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার খালিয়াজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেড় বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।
বুধবার দুপুরে ঐ উপজেলার গাজীপুর ইউনিয়নের লতিফপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-ঐ গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া, তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার। আহত শিশু পিংকি আক্তারের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কিতাব আলী তার বাড়িতে নবনির্মিত একটি আধা পাঁকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন। এক পর্যায়ে অসাবধানতায় বিদ্যুতের তারে ছোঁয়া লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ দৃশ্য দেখে তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার দৌড়ে ছাড়াতে গেলে তারাও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই বাবা-মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খালিয়াজুরি থানার ওসি মো. মজিবুর রহমান জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিএসডি/আইপি