শিক্ষা ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৮৪ শতাংশ। পরীক্ষায় ৪৩ হাজার ৫৮৮ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৬ হাজার ৪১৮ জন। অনুপস্থিত ছিলো মোট ৭ হাজার ১৭০ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিট গ্রুপ-১ (সকাল ৯:৩০ থেকে ১০:৩০), গ্রুপ-২ (বেলা ১২টা থেকে ১টা) ও গ্রুপ-৩ (বেলা ৩টা থেকে ৪টা) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন গ্রুপে নিবন্ধিত পরীক্ষার্থী ছিলো ৪৩ হাজার ৫৮৮ জন। তাদের মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৭ হাজার ১৭০ জন।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী, উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা সংস্থাসহ সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান।
আগামীকাল বুধবার (৭ অক্টোবর) ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা হবে। ‘বি’ ইউনিটে মোট আবেদন করেছে ৩৯ হাজার ৮৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বিএসডি/আইপি