শিক্ষা ডেস্ক:
মিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোকপ্রশাসন বিভাগের ৯ম ব্যাচের (২০১৪-১৫ সেশন) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া পিকনিক রিসোর্টে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর সাবিক ও বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী কাজী ফাইজা মাহজাবিনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং প্রধান অতিথি ছিলেন বিভাগের প্রধান ড. রশিদুল ইসলাম শেখ।
ড. রশিদুল ইসলাম শেখ বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার আগে তোমরা পরিবারের ছায়াতলে ছিলে আর বিশ্ববিদ্যালয়ে ছিলে আমাদের ছায়াতলে। এখন তোমাদের উপর থেকে সেই ছায়াগুলো সরে গেলো। এখন নিজেদেরই নিজেদের ছায়া হতে হবে। কঠোর পরিশ্রম ও ধৈর্য নিয়ে পড়াশুনা করতে হবে। অধ্যবসায়ী হতে হবে তোমাদের। তাহলে তোমরা সফল হতে পারবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ড. রুহুল আমিন বলেন, এই বিদায়ের দিনে একটা কথাই বলার আছে। তোমরা যেখানে যাও সবসময় ভালো থেকো। আর বিশ্রাম নেওয়ার সময় শেষ। কঠোর পরিশ্রম করে একটা ভালো জায়গায় যাও, সেই দোয়া রইল।
৯ম ব্যাচের পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা তাদের বিশ্ববিদ্যালয় ও ডিপার্টমেন্ট জীবনের বিভিন্ন মজার এবং সুখ-দুঃখের স্মৃতি বর্ণনা করেন।
এসময় ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মশিউর রহমান, ড. রেজাউল করিম, সহকারী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, মো. জিয়া উদ্দিন, প্রভাষক মাহিন উদ্দিন, ফয়জুল ইসলাম ফিরোজসহ বিভাগের কর্মকর্তা ও কর্মচারী।
এছাড়াও ছিলেন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সহকারী ভূমি অফিসার আমজাদ হোসেন অর্নবসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
বিএসডি/আইপি