অর্থনীতি ডেস্ক:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ অক্টোবর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে পাওয়ার গ্রিডের শেয়ারের দাম সবচেয়ে বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) পাওয়ার গ্রিডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬২.৩০ টাকা। বুধবার লেনদেন শেষে দর দাঁড়ায় ৬৮.৫০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ৬.২০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
এদিন ডিএসইতে দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অ্যাডভেন্ট ফার্মার ৯.৯৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.৯৩ শতাংশ, কপারটেকের ৯.৮২ শতাংশ, এমজেএলবিডির ৯.৮২ শতাংশ, ডেসকোর ৯.৫৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৮.৭৬ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৮.৭০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৮.৬২ শতাংশ ও তিতাস গ্যাসের ৮ শতাংশ দাম বেড়েছে।
বিএসডি/আইপি