স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের শেষ চারে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের জন্য শেষ চারে যাওয়া সহজ হলেও রাজাস্থানের সমীকরণ বেশ কঠিন।
সাকিবের কলকাতা বর্তমানে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে অবস্থান করছে। প্লে অফ নিশ্চিত করতে প্রয়োজন শুধু একটি জয়। কলকাতার ১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট ও রাজাস্থানের সমান ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট। শেষ চারে উঠতে হলে কলকাতার আজকের ম্যাচটিতে জয় প্রয়োজন। আর না হয় অন্য ম্যাচের ওপর নির্ভর করতে হবে কলকাতাকে। নিজের হাতে মরগ্যানের দলের নিজেদের ভাগ্য। অন্যদিকে রাজস্থানের জন্য পাহাড় সমান হিসাব-নিকেশ।
রাজাস্থানের আজ কলকাতার বিপক্ষে ১২৫ রানের বেশি ব্যবধানে জয় লাভ করতে হবে এবং আগামীকাল হায়দারাবাদের মুম্বাইকে হারাতে হবে ৪০রানের বেশি ব্যবধানে। ১২৫ রানের ব্যবধানে ম্যাচ জয় এমন সমীকরণ টি-টুয়েন্টি ক্রিকেটে অনেক কঠিন।
এখন পর্যন্ত রাজস্থানের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। এই আসরে ১৪টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। আজকের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সাকিবের কলকাতা নাকি রেকর্ড গড়ে মুস্তাফিজের রাজাস্থান প্লে অফ নিশ্চিত করবে তাই এখন ভক্তদের মনে প্রশ্ন।