সাভার প্রতিনিধি:
সাভারে অটোরিকশা চালক মাসুদ শেখের (২৭) হত্যাকান্ডে জড়িত মূল আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৪। বুধবারে অভিযান পরিচালনা করে সাভারের আড়াপাড়া বালুর মাঠ এলাকায় রফিক এর রিকশা গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাসুদের অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী ফরিদ(৩৩) এর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার একটি এলাকায়। মূলত রিকশা ছিনিয়ে নিতেই মাসুদকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে, গত ২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন অটোরিকশা চালক মাসুদ শেখ। পরবর্তীতে ৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার দাশেরহাটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার প্রেক্ষিতে ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
আসামী ফরিদ বর্তমান সময়কে জানায়,ওইদিন সন্ধায় মাসুদকে পরিকল্পনা অনুযায়ী সিংগাইরের দাশেরহাটি এলাকায় নিয়ে যাওয়া হয়। তখন তাকে আলমমারা ব্রিজ সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গামছা পেছিয়ে শ্বাসরোধ করা হয়। পরে ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়। এসময় তার মৃতদেহ ঘটনাস্থলে ফেলে আসা হয়েছে বলে জানান তিনি।
র্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ফরিদ হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দেয়। তার তথ্য মতে সিংগাইর এলাকার একটি বাজারে আলমাস হোসেনের গ্যারেজের ভিতর থেকে মাসুদের অটোরিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে ২ কি.মি. দূরে তালপট্টি ব্রীজের নিচ হতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও গামছা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় র্যাব -৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। গ্রেফতারকৃত আসামী অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাসুদের সাথে সক্ষতা গড়ে তুলে।
তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। আসামীকে আজকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হবে।
বিএসডি/আইপি