সাভার প্রতিনিধি:
সাভারে আমিন বাজারের তুরাগ নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১ নারীসহ ২ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও শিশুসহ ৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে এক ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো ট্রলার ওপর উঠে যায়। এসময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন বলে জানা গেছে। এ ঘটনায় বড়দেশী এলাকার নারী চমক জান বলেন, দুই মেয়ে ও ৩ নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা হলেন সোয়ালা(২০, রুপায়ন(২৪)। ৩ নাতি হল জেসমিন(২), আরমান(৫) ও ইমরান(৪)। তার মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত। এসময় শ্রমিক রুপায়ানা বর্তমান সময়কে বলেন, তারা ছিলেন নৌকায়। তার নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি(৫) ও আলমিনা(৮)। দেড় বছরের টুম্পাকে সাথে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন জানান তিনি। এ বিষয়ে ফায়ার সার্ভিস জানান, যাত্রীবাহি ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বর্তমান সময়কে বলেন, নিখোঁজ ২ শিশু ও ১ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি। বাকিদের উদ্ধার করতে অভিযান চলছে।
জানা গেছে, নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তারা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সকলেই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।
বিএসডি / আইপি