নিজস্ব প্রতিবেদক:
সপ্তম ধাপে ১০টি পৌরসভা, তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং ভোটগ্রহণের আগে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকা ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী দুই নভেম্বর অনুষ্ঠিত হবে। এসব ভোটের নির্ধারিত মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ পুনঃনির্ধারণ করে আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সংশ্লিষ্টরা জানায়, পুনঃনির্ধারণ অনুযায়ী এসব নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১০ অক্টোবর। তবে তফসিলের অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ইসি।
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১১ অক্টোবর সোমবার, আপিলের শেষ দিন ১৪ অক্টোবার বৃহস্পতিবার, আপিল নিষ্পত্তির তারিখ ১৬ অক্টোবর শনিবার, প্রার্থিতা প্রত্যাহরের শেষ দিন ১৭ অক্টোবর রোববার, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর সোমবার এবং ভোটগ্রহণ ২ নভেম্বর মঙ্গলবার।
নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে। গত ৬ অক্টোবর স্বাক্ষরিত চিঠিটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ইসি জানায়, ১০টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। যেসব পৌরসভায় ভোটগ্রহণ হবে- দশটি জেলায় ১০টি পৌরসভায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ।
এসব পৌরসভায় সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, প্রথম ধাপের ঘোষিত তফসিলের মধ্যে ভোটগ্রহণের আগে চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুসারে ৪টি ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রার্থিতা বিষয়ক অন্যান্য কার্যক্রমের বিষয়ে ইসি জানায়, চেয়ারম্যান পদে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোয়নপত্র দাখিলের প্রয়োজন হবে না। পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীদেরকে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল/প্রত্যাহারের সুযোগ দেওয়া যাবে। এসব ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে। সংরক্ষিত পদে এসব প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র চেয়ারম্যান পদে নতুনভাবে মনোয়ন দাখিল করা যাবে।
বিএসডি /আইপি