নিজস্ব প্রতিবেদক:
ঢাকার রাজারবাগ দরবার শরিফ ও এর পীর দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাবের তদন্ত ঠেকানোর আবেদনে সাড়া মেলেনি।
হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে পীর দিল্লুর রহমানের আবেদনে সোমবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান কোনো আদেশ দেননি।
আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুকুল। রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শিশির বলেন, হাই কোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে পীর সাহেব নিজেই চেম্বার আদালতে আবেদন করেছিলেন। শুনানির পর চেম্বার আদালত হাই কোর্টের আদেশ বহাল রেখেছেন।
পীর দিল্লুর রহমানের আইনজীবী জহিরুল ইসলাম মুকুল বলেন, হাই কোর্টের আদেশের বিরুদ্ধে লিভটু আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। চেম্বার আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন।
ঢাকার রাজারবাগ দরবার শরিফ ও এর পীর দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেয় হাই কোর্ট।
সেই সঙ্গে দরবার শরিফ বা পীরের অনুসারীদের কোনো অংশ জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখতে বলা হয় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে।
দুটি তদন্তই ৬০ দিনের মধ্যে শেষ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
পীর দিল্লুর রহমানের ‘অনুসারীদের’ করা মানবপাচারসহ বিভিন্ন ফৌজদারি মামলায় নাকাল আট ভুক্তভোগীর রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ সেপ্টম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
পরে এ আদেশ স্খগিত চেয়ে গত ২৩ সেপ্টেম্বর চেম্বার আদালতে যায় পীর দিল্লর রহমানের অনুসারী হিসেবে পরিচিত মফিজুল ইসলাম।
সেদিন ওই আবেদনেও কোনো আদেশ (নো অর্ডার) দেননি চেম্বার বিচারপতি।
বিএডি / আইকে