সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া পোশাক তৈরি, বিক্রয় ও বাজারজাতকরণের অপরাধে ফ্যাশন হাউজ মেন্স ওয়ার্ল্ড ও বেলকে জরিমানা করেছে দেশে পণ্যের একমাত্র মাননিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে কাপড়ের রংয়ের স্থায়িত্ব, গুণগতমান সনদ ছাড়া পোশাক তৈরি, বিক্রয় ও বাজারজাতকরণের অপরাধ প্রমাণিত হওয়ায় ফ্যাশন হাউজ ‘বেল’কে (প্লট-৩৪, ব্লক-খ, সেকশন-৬, মিরপুর, ঢাকা) ও মেন্স ওয়ার্ল্ডকে (প্লট-১৮, রোড-১, ব্লক-ক, সেকশন-৬, মিরপুর, ঢাকা) ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে পরীক্ষক (টেক্সটাইল) শরীফুল ইসলাম দায়িত্ব পালন করেন।
বিএসডি / আইকে