নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আগামী নভেম্বরে বাংলাদেশকে আরো টিকা দেবে জাপান।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টকে’ অংশ নেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
তিনি বলেন, জাপান বাংলাদেশকে ইতোমধ্যেই ৩০ লাখ টিকা অনুদান দিয়েছে। আগামী নভেম্বরে বাংলাদেশকে আরো টিকা দেবে জাপান।
জাপানি রাষ্ট্রদূত আরো বলেন, করোনার এই সময়ে বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করছে জাপান। করোনা মোকাবিলায় দুই দেশ একযোগে কাজ করছে, আগামীতেও করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
এর আগে, বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় ৩০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয় জাপান। এর মধ্যে দেশটি দিয়েছে ১৬ লাখ ৪৩ হাজার ৩শ টিকা। গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২শ টিকার প্রথম চালান ঢাকায় আসে। গত ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ৩ আগস্ট জাপান থেকে আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা।
বিএসডি / আইকে