নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের ক্ষতিগ্রস্ত নলকা ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে না পারায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ৪০ কিলোমিটার ও পূর্ব টাঙ্গাইল অংশে ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ৬টা থেকে সেতু পূর্ব টোল প্লাজা বন্ধ রয়েছে। এতে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে। চরমভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী।
বঙ্গবন্ধু সেতু টিসিআর ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমে সিরাজগঞ্জের নলকা ব্রিজের কিছু অংশ ভেঙে যাওয়ায় সেখানে একপাশ দিয়ে যান চলাচল করছে। এতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। বুধবার রাতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের দক্ষিণ লেনে সিরাজগঞ্জ অংশে প্রথমে যানজটের সৃষ্টি হয়। এ যানজট বৃদ্ধি পেয়ে পূর্ব টোলপ্লাজা পর্যন্ত চলে আসে। সেতু কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোর পৌনে ৬ টায় সেতুর পূর্ব টোলপ্লাজা বন্ধ করে দেয়। এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশেও ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো.সফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকাগামী উত্তর লেন দিয়ে যানবাহন চলছে। এতে সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিএসডি / আইকে