নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে।
গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচলকারী আসিয়ান (ঢাকা মেট্রো ব- ১৪-৬৮৫৬) নামে ওই বাসটি সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
যোগাযোগ করা হলে ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম ঢাকা পোস্টকে বলেন, ওই বাসটি গুলিস্তান থেকে ডেমরার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে দ্রুতগতিতে ফ্লাইওভারের উপরে মোড়ে টার্ন নিতে গিয়ে ডিভাইরের ধাক্কা লেগে এটি উল্টে যায়।
ওয়ারি থানা সূত্রে জানা গেছে, পাঁচ থেকে ছয় থেকে জন আহত হয়েছেন। তাদের পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঘটনার পরই পালিয়েছেন বাসের চালক ও হেলপার। বাসটি সরিয়ে নিতে রেকার ডাকা হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
বিএসডি /আইপি