নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয়কে গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) রাতে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের আন্ধারমানিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হৃদয় (২৫) শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামের আজাহার হোসেনের ছেলে। হৃদয় পালং থানার একাধিক মাদক মামলার আসামি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, নড়িয়া সার্কেলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রোকনুজ্জামান পারভেজ তার পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় ২০/২৫ জন মিলে এক নারীকে রড, লাঠি দিয়ে মারধর করছিল। এক পর্যায়ে ওই নারী তার দোকানে আশ্রয় নিলে সন্ত্রাসীদের দোকান থেকে বের হতে বলেন পারভেজ। পরে ঘটনাটির ভিডিও ধারণ করার সময় পারভেজকে কিল-ঘুষি ও রড দিয়ে পিটিয়ে জখম করেন তারা। এ সময় দোকান থেকে নগদ টাকাও লুট করা হয়। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ ছাড়া শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিএসডি/আইপি