আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের নিয়ন্ত্রিত ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এখন পর্যন্ত নয় সৈন্য প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুঞ্চ জেলায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে তারা প্রাণ হারান।
শনিবার (১৬ অক্টোবর) আরও দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে এক জুনিয়র কমিশন্ড অফিসারও (জেসিও) ছিলেন, যিনি সংঘর্ষের ঘটনার পর নিখোঁজ হন।
গেল কয়েকদিন যাবত বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে পুঞ্চে সামরিক অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার তাদের সঙ্গে পুঞ্চ-রাজৌরির জঙ্গলে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে।
এরপর দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে অভিযান চালানোর সময়েই সামরিক বাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
উল্লেখ্য, গেল ১০ অক্টোবর পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক কর্মকর্তাসহ পাঁচ জওয়ান প্রাণ হারান। তারপর থেকে এলাকাটিতে তল্লাশি অভিযান শুরু হয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি
বিএসডি/এসএসএ