ববি প্রতিনিধি:
বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। আজ রোববার (১৭ অক্টোবর) বেলা ১২ টায় এ ভর্তি পরীক্ষা শুরু হয় । তবে শিক্ষার্থীদের ১ ঘন্টা পূর্বেই কেন্দ্রে প্রবেশ করানো হয়। কেন্দ্র পরিদর্শন শেষে বেলা পৌনে ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন সাংবাদিকদের বলেন, একটি শিক্ষার্থী একবার পরীক্ষা দিয়ে এই ২০ টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। আমাদের উদ্দেশ্য ছিলো শিক্ষার্থী ও অভিভাবকদের আর্থিক, মানষিক ও শারিরীক কষ্ট লাঘব করা। তাই আগামীতে একটি গুচ্ছের আওতায় এসে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো নেয়ার আহবান থাকবে। ফলাফল প্রকাশ ও প্রশ্ন প্রণয়ন বিষয়ক প্রশ্নে উপাচার্য বলেন, আমারা গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয় মিলে সমন্বিতভাবে প্রশ্ন প্রণয়ন করেছি। পরীক্ষা শেষে আমরা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবো। এবছর প্রথমাবরের মতো গুচ্ছ পদ্বতিতে দেশের সর্বমোট ২৬টি কেন্দ্রে একসাথে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ই অক্টোবর) ক ইউনিটে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ ৩১ হাজার ৯০১ জন। এর মধ্যে ৩ হাজার ৪ শত ৫৮ জন শিক্ষার্থীর সিট পরেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ইতোমধ্যে সকল ধরণের কার্যক্রম সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছে গুচ্ছ পদ্বতির দায়িত্বে থাকা জগন্নাথ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি টিম। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম বলেন, আমরা সকল ধরণের অনেক আগেই প্রস্তুতি সম্পন্ন করেছি। কোনো রকম সমস্যা হয়নি। আশা করছি সুষ্ঠু পরিবেশে ভালোভাবে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা।
বিএসডি/এসএসএ