খেলা ডেস্ক:
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪২ রানে হারে জুনিয়র টাইগাররা। আজ (সোমবার) দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ যুব দলকে। শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন হলে ৬ রান তুলতে পারে সফকারীরা। ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুটিয়ে যায় ২২৭ রানে। এতে ১ রানে হারতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।
রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের মতো আজও ইনিংস শুরু করতে নেমে আশিকুর জামানের করা ইনিংসের তৃতীয় ওভারে ৩ রান করে বোল্ড হন লঙ্কান ওপেনার জিবাকা শাশিন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেভন ড্যানিয়েলের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে দলকে বিপদ মুক্ত করেন আরেক ওপেনার সাদিশ জয়াবর্ধনে। ব্যক্তিগত ৩৪ রান করা ড্যানিয়েল ফিরলে ভাঙে এই জুটি।
এরপর পাওয়ান পাথিরাজার সঙ্গে জুটিতে আরও ৫৪ রান যোগ করেন সাদিশ। আউট হওয়ার আগে ৯৪ বলে ৪টি চারে সাজান ইনিংসটি। ফিফটির দেখান পান পাথিরাজাও, থেমেছেন ৬৮ বলে ৪ চারে ৫১ রান করে। শেষদিকে রাভিন ডি সিলভার ২৫ , অধিনায়ক দুনিথ ওয়েল্লালাগে ১৫ ও চামিন্দু বিক্রমাসিংহের ২৭ রানের ইনিংসের উপর ভরে করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২২৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পেসার রিপন মন্ডলের। ২টি শিকার আশিকুর জামানের। ১টি করে নেন আরিফুল ইসলাম ও নাইমুর রহমান নয়ন।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের দুই ওপেনার মফিজুল ইসলাম রবিন ও ইফতেখার হোসেন যোগ করেন ৫৭ রান। ৩১ বলে ৫ চার ১ ছক্কায় ফতেখারের ব্যাট থেকে আসে ৩৬ রান। রান আউটে কাটা পড়ে ৪২ বলে ১৭ রানে থামেন তিনে নামা তাজিবুলের ইনিংস। দলের ধারাবাহিক পারফর্মার আইচ মোল্লা আউট হন ২ রান করে। পরে দলীয় অধিনায়ক মেহরাব হোসেন অহীনকে নিয়ে ৫৩ রানের জুটিতে দলকে জয়ের পথেই রাখেন রবিন।
৭৪ বলে ফিফিটি তুলে নেন রবিন। যদিও সেঞ্চুরির পথে হেঁটে থামেন ৯৬ বলে ৮টি চার ১টি ছক্কায় ৭৫ রানে। এরপর মেহরাবও ৪৭ বলে ৩৩ রান করে আউট হলে আব্দুল্লাহ আল মামুনকে ফিরতে হয় খালি হাতে। ১৮৭ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ যুব দলের জয়ের জন্য শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৩০ রান। পরের চার ওভারে আরও ৩ উইকেট হারিয়ে শেষ ২ ওভারে সমীকরণ দাড়ায় ১৬ রানের, ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান। এক পাশ আগলে রেখে লড়াই চালানো আরিফুল আউট হন ২৩ রান করে।
১৯তম ওভারে আসে ৮ রান, শেষ ওভারের সমীকরণও ৮! প্রথম বলেই আশিকুর জামান আপার কাটে হাঁকান চার, পরের বলে ওয়াইড, এরপর সিঙ্গেল। ৪ বলে সমীকরণ ২, তবে তৃতীয় বলেই সরাসরি থ্রোতে রান আউট রিপন মন্ডল। ১ রানের আক্ষেপে পুড়তে হল টাইগার যুবাদের।
বিএসডি/এসএসএ