সিনিয়র করেসপনডেন্ট:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর ট্রাক স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, শুটারগান ও ৪৪৭ (চারশত সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম- মো. জাকির হোসেন (৩০), মো. আজিজুল হক (২২) ও মো. পলাশ মোল্লা (২৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৩ রাউন্ড এ্যামুনেশন, ১টি ওয়ান শুটারগান, ২টি কার্তুজ (গুলি) এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত কদমতলীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কার্যক্রম ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবারহ করে আসছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
বিএসডি/কে.এম. আহসান উল্ল্যা /আইপি