নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার টিএমএসএস অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রে জমকালো আয়োজনে সম্পন্ন হলো দুই তরুণ-তরুণীর বিয়ে। তারা দুজনই সেখানকার বাসিন্দা।
বিয়ের বর ও কনে যথাক্রমে ইমদাদুল হক (২৪) ও সুমনা খাতুন (২০)। দুই পরিবারের সম্মতিতে সোমবার দুপুরে তাদের বিয়ে হয়।
বিয়েতে বরপক্ষের উকিলের দায়িত্ব পালন করেন স্কুলের অধ্যক্ষ মাসুদুর রহমান এবং কনেপক্ষের উকিলের দায়িত্ব পালন করেন টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। কাজী হিসেবে বিয়ে পড়ান পীর আবদুর রহমান। ১০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের।
টিএমএসএস অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিয়ে শেষে বরণ মঞ্চে লাল শাড়ি পরে বধূবেশে বসে ছিলেন সুমনা। তার পাশেই লাল পাঞ্জাবি পরে বরের সাজে ছিলেন ইমদাদুল হক। তাদের ঘিরে ছিলেন উভয় পরিবারের আত্মীয়-স্বজন ও প্রতিষ্ঠানটির আমন্ত্রিত অতিথিরা।
জমকালো বিয়ের আয়োজনে প্রীতিভোজে আমন্ত্রিত ছিলেন এক হাজার ২০০ অতিথি। রোববার গায়ে হলুদের অনুষ্ঠানও বেশ জাঁকজমকভাবে করা হয়। সেখানে ৫০০ অতিথি উপস্থিত ছিলেন। অতিথিরা বর-কনেকে হলুদ মেখে দেন। গায়েহলুদে অতিথিদের মিষ্টি, পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়। নৈশভোজে ছিল বিরিয়ানির আয়োজন।
জানতে চাইলে পুনর্বাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদ যুবায়ের বলেন, ইমদাদ ও সুমনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।