ঢাকা কলেজ প্রতিনিধি:
ঢাকা কলেজে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ৷ সেমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে ঢাকা কলেজ প্রশাসন ৷ এরপর ঢাকা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পন করা হয়৷
পরে বাদ যোহর ঢাকা কলেজ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷ এসময় ঢাকা কলেজর উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারান সম্পাদক ড.মো.আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুল করিম, শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ আফরোজ মিয়া সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী,ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷
ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. মইনুল হোসেন বলেন, রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর আদর্শের যোগ্য উত্তরসূরী হিসেবে দেশ-জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারত। ৭৫ এর পরাজিত শক্তি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার মাধ্যমে জাতিকে নেতৃত্ব ও মেধাশূন্য করার প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবে আলো দেখেনি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি৷
এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাত ৮ টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে কলেজ প্রশাসন ৷
বিএসডি / আইপি