নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম পদত্যাগ করছেন- এমন গুজব ছড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সাম্প্রতিক সময়ে দরপতন সৃষ্টিকারী কারসাজি চক্রকে চিহ্নিত করা হয়েছে।
নাম না প্রকাশের শর্তে বিএসইসির একজন নির্বাহী পরিচালক এ তথ্য দিয়েছেন। আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
কমিশনার বলেন, পুঁজিবাজার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। পুঁজিবাজারের জন্য কমিশনের চেয়ারম্যান ও আমরা কাজ করছি। কেউ বা কোনো গোষ্ঠী যদি পুঁজিবাজারে কারসাজি করতে চায়, বিনিয়োগকারীদের ক্ষতি করতে চায় আমরা বসে থাকবো না। আমরা এখন অনেক শক্তিশালী, এখন কারসাজি করলেই চিহ্নিত করতে পারি।
আজ মঙ্গলবার গুজব ছড়ানো হয় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম পদত্যাগ করছেন ও তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হচ্ছে। এই গুজবে বাজারে শুরু হয় শেয়ার বিক্রির হিড়িক। তাতে লেদনের শেষ দেড় থেকে পৌনে ২ ঘণ্টা সূচকের পতন হয় ১৪৩ পয়েন্ট।
শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের চেয়ারম্যান যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন তাহলে তো সেটা পুঁজিবাজারের জন্য আরও ভালো হবে, আরও সৌভাগ্যের বিষয় হবে। এটা তো লকোচুরির কিছু নয়। এটা নিয়ে গুজব ছড়ানো কিছু নেই।
বিএসডি /আইপি