ক্রীড়া ডেস্ক:
বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়ে ওই স্বপ্ন ফিকে হয়ে যায় অনেকটা। ওমানের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে পড়েছিল বাঁচা-মরার লড়াই। হারলেই বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ার দুঃস্বপ্ন।
২৬ রানের জয়ে অবশ্য এখন বেশ স্বস্তিতেই আছে বাংলাদেশ। যদিও বেশ কষ্ট করেই জিততে হয়েছে ওমানের বিপক্ষে। শুরুর ব্যাটিং ও বোলিং কোনোটাই ভালো হয়নি। এছাড়াও উন্নতির জায়গা আছে আরও, এমনটি মনে করেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আমরা এই জয়টা পেয়েছি। কিন্তু আমার মনে হয় এখনো উন্নতির অনেক জায়গা আছে। আমি আশা করি সবাই খুশি। যেসব সমর্থকরা মাঠে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। তারা আমাদের জয় দেখতে চেয়েছেন। তাদের ও দেশের জন্য জয় উপহার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
শুরুতেই সাজঘরে ফেরত গিয়েছিলেন লিটন দাস। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মেহেদিও করতে পারেননি ভালো কিছু। পরে নাঈম শেখ ও সাকিব আল হাসানের কল্যাণে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অধিনায়ক রিয়াদও।
তিনি বলেছেন, ‘সাকিব ও নাঈম অসাধারণ ব্যাটিং করেছে। তাদের মধ্যে ভালো একটা জুটি হওয়াতে আমরা দেড়শর বেশি রান করতে পেরেছি। কিন্তু নতুন বলে আমাদের আরও ভালো করা উচিত ছিল, অনেক ওয়াইড দিয়েছি। আমাদের ওই ব্যাপাগুলো খুঁজে বের করে সঠিক কাজ করার জন্য কাজ করতে হবে।’
নিজেদের ডেথ বোলিংয়ের প্রশংসা করে রিয়াদ বলেন, ‘আমার মনে হয় আমাদের ডেথ বোলিং খুব ভালো গিয়েছে। মাঝখানে আমরা ম্যাচটা বের করে নিয়ে এসেছি। কিন্তু প্রথম ছয় ওভার- বোলিং ও ব্যাটিং- আমাদের আরও উন্নতি করতে হবে।’
বিএসডি/এসএসএ