আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে মডার্না ও জনসন অ্যান্ড জনসনের অনুমোদন দিয়েছে। পাশাপাশি, কোনো একটি কোম্পানির করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করা ব্যক্তিরা বুস্টার ডোজে ভিন্ন কোনো কোম্পানির টিকা নিতে পারবেন বলেও জানিয়েছে এফডিএ।
বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার এফডিএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে জানিয়েছে, আগের দিন বুধবার এ অনুমোদন দিয়েছে মার্কিন এই নিয়ন্ত্রক সংস্থা।
এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক বুধবার এক বিবৃতিতে এ সম্পর্কে বলেন, ‘করোনার বিরুদ্ধে মার্কিন নাগরিকদের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নিয়েছে এফডিএ। বুস্টার হিসেবে অনুমোদিত টিকাগুলো প্রাণঘাতী এই রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রক্রিয়াকে অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে।’
২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সরকারি হিসেব অনুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৩৬২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৭ লাখ ৫১ হাজার ৮১১ জনের।
২০২১ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে গত আগস্ট থেকে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ মৃত্যু। বর্তমানে দেশটিতে প্রতিদিন প্রায় ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এবং এ রোগে মারা যাচ্ছেন প্রায় ২ হাজার জন।
সংক্রমণ-মৃত্যু রুখতে গতবছর ডিসেম্বর থেকে টিকাদান কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র। কর্মসূচিতে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক, মডার্না ও জনসন অ্যান্ড জনসন- এই ৩ করোনা টিকার অনুমোদন দিয়েছে এফডিএ।
কিন্তু ডেল্টার প্রভাবে দেশটিতে সংক্রমণ বাড়তে থাকায় টিকার দুই ডোজ সম্পূর্ণ করার পরও যাদের দেহে করোনা প্রতিরোধী অ্যান্টিবডির উপস্থিতি নির্ধারিত মাত্রার চেয়ে কম, তাদেরকে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার দাবি তোলে মার্কিন জনগণ।
জনগণের লাগাতার দাবির মুখে গত ১৭ সেপ্টেম্বর ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দেয় মার্কিন সরকার। তবে বুধবার এফডিএর কর্মকর্তা পিটার মার্কস জানিয়েছেন, বুস্টার ডোজের বয়সসীমা ৬৫ থেকে কমিয়ে ৪০ করা যায় কি না- তা বিবেচনা করা হচ্ছে।
মিশ্র ডোজের ব্যাপারে মার্কস জানান, তৃতীয় ডোজে কোন কোম্পনির টিকা ব্যবহার করা হবে, তা আপাতত জনগণের ইচ্ছের ওপরই ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সকে এ সম্পর্কে তিনি বলেন, ‘মিশ্র ডোজ প্রতিরোধী ক্ষমতা বাড়ায়- এটি আমরা শুনেছি, কিন্তু কোন ধরনের মিশ্র ডোজে এটি সর্বোচ্চ মাত্রায় বাড়ে- সে বিষয়ক পর্যাপ্ত তথ্য এখনও আমাদের হাতে নেই।’
‘এ কারণে, এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য আসার আগ পর্যন্ত মিশ্র ডোজের বিষয়ে নাগরিকদের পছন্দ ও সিদ্ধান্তকে গুরুত্ব দেবে এফডিএ।’
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে বুস্টার ডোজ গ্রহণ করেছেন মোট ১১ লাখ ২০ হাজার মানুষ।