নিহত আব্দুর রশিদ মিয়া
বর্তমান সময় ডেস্ক:
গত শুক্রবার (১ অক্টোবর) জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে পাবনায় আব্দুর রশিদ মোল্লা (৫৫) নামে এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এ সময় তার ছেলে উজ্জল মোল্লা(৩১) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রশিদ ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের মৃত কিতাব মোল্লার ছেলে। তিনি গ্রাম্য চিকিৎসক ছিলেন। স্থানীয়রা জানান,আপন চাচাতো ভাই আফতাব মোল্লা ও তার ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল রশিদের। ঐ দিনে রাত সাড়ে ৮টার দিকে আতাইকান্দা জিনিপাড়া মোড়ে ওষুধের দোকানে বসেছিলেন আব্দুর রশিদ মোল্লা। পেছন থেকে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ সময় তার ছেলেকেও হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নিহতের ছেলে উজ্জ্বল মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
উল্লেখ্য এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ করছে, খুব শীঘ্রই আসামীদের আইনের আওতায় আনা হবে। নিহত স্বজনদের এমন আশ্বাস দিলেও হত্যার ২২ দিন হয়ে গেলেও হত্যাকারীদের সাথে জড়িত কোন আসামী গ্রেফতার হয়নি।
এ বিষয়ে জানতে নিহতের ছোট ভাইয়ের ছেলে মো. সুজন মোল্লা, জেলা পুলিশ পাবনা ফেসবুক (59,270) ফ্যান পেজে মেসেজ করলে উত্তরে জানান, হত্যাকারীদের ধরতে চেষ্টা চলছে।
বিএসডি /আইপি