নিজস্ব প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি দেশে সাম্প্রদায়িক সহিংসতার উদ্দেশ্য একটাই, এই সরকার জনগণের যে সমস্যা সেই সমস্যা থেকে দৃষ্টি সরাতে চায়।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সরকারের পদত্যাগ করা উচিত মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সাম্প্রদায়িকতা বন্ধ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তা দিতে, এমনকি খ্রিষ্টান সম্প্রদায়সহ সারাদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এই অবৈধ সরকার।
তিনি বলেন, সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়ছে সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। শুধু তাই নয়, সারাদেশ খুন, ধর্ষণ বেড়ে গেছে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে মূলত এই সব থেকে দৃষ্টি সরাতে সরকার এই সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করেছে। সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু এই আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সাম্প্রদায়িকতাকে বন্ধ করতে।
সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহসভাপতি আবুল কালাম, মিজান চৌধুরী, নাদের আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, আনসার উদ্দিন প্রমুখ।
বিএসডি / আইকে