নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। রোববার (২৪ অক্টোবর) এক টুইট বার্তায় রাষ্ট্রদূত স্মৃতিসৌধ পরিদর্শনের কথা জানান।
রাষ্ট্রদূত লিখেছেন, গতকাল (শনিবার) আমার আবারো জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সৈয়দ মাইনুল হোসেনের স্থাপত্য নকশায় সুউচ্চ স্মৃতিস্তম্ভ ও শান্ত প্রাকৃতিক পরিবেশে শায়িত থাকা স্বাধীনতার বীর নায়কদের স্মৃতিসৌধ সেই সব নারী ও পুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।
টুইটে তিনি বলেন, যাদের আত্মত্যাগে বাংলাদেশিরা একটি নতুন দেশ পেয়েছিল, তা এখন ৫০ বছর বয়সী।
বিএসডি /আইপি