নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী আজ ( সোমবার ২৬ অক্টোবর) ।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর এ কে ফজলুক হক বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাজী মুহম্মদ ওয়াজেদ ও সাইদুন্নেসা খাতুন দম্পতির একমাত্র পুত্র।
তিনি কতোটা সরল জীবনযাপন করতেন তাঁর প্রমাণ এই ছবি। পিছনে সামান্য আলনা, খাটের পাশে রাখা চেয়ারে বসে রয়েছেন তিনি। অথচ তাঁকে রাজনীতিবিদ কি মানুষ বলতো বাংলার বাঘ। বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদরা বলতো ‘শেরে বাংলা’। সত্যিকার অর্থেই তিনি ছিলেন গণমানুষের। আজকের দিনে যেখানে দলের সামান্য নেতা হতে পারলেই পা পড়েনা মাটিতে, আর এমপি হলে তো নিজেকে বাদশাই ভাবে সেখানে তিনি ছিলেন ১৯১৮ সালে ছিলেন অখণ্ড ভারতের জাতীয় কংগ্রেসের সাধারন সম্পাদক, ১৯২৪ সালে শিক্ষা মন্ত্রী, ১৯৩৫ সালে কলকাতার প্রথম মুসলমান মেয়র, ১৯৩৭ থেকে ১৯৪৩ পর্যন্ত ছিলেন অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রী, ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ছিলেন আইন প্রশাসক, ১৯৫৫ থেকে ৫৬ সাল অব্দি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ১৯৫৬ থেকে ৫৮ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর, ১৯৫৮ সাল থেকে ৬১ সাল অব্দি পাকিস্তানের খাদ্য ও কৃষি মন্ত্রী। বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছিলেন ‘একদিনের কথা মনে আছে, আমি ও আব্বা রাত দুইটা পর্যন্ত রাজনীতির আলোচনা করি। আব্বা আমার আলোচনা শুনে খুশি হলেন। শুধু বললেন, শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের বিরুদ্ধে কোন ব্যক্তিগত আক্রমণ না করতে। একদিন আমার মা’ও আমাকে বলেছিনে, বাবা যাহাই করো, হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলিও না। শেরে বাংলা মিছিমিছিই ‘শেরে বাংলা’ হন নাই। বাংলার মাটিও তাকে ভালোবেসে ফেলেছিলো। যখনই হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেছি তখনই বাধা পেয়েছি। একদিন আমার মনে আছে একটা সভা করেছিলাম আমার নিজের ইউনিয়নে হক সাহেব কেন লীগ ত্যাগ করলেন, কেন পাকিস্তান চান না এখন? কেন তিনি শেমাপ্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রীসভা গঠন করছেন। এই সমস্ত আলোচনা করছিলাম। হঠাৎ একজন বৃদ্ধ লোক তিনি আমার দাদার খুব ভক্ত, আমাদের বাড়িতে সকল সময়ই আসতেন, আমাদের বংশের সকলকে খুব শ্রদ্ধা করতেন তিনি দাঁড়িয়ে বললেন, ‘’যাহা কিছু বলার বলেন, হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলবেন না। তিনি যদি পাকিস্তান না চান তাইলে আমরাও চাই না। জিন্নাহ কে? তার নামওতো শুনি নাই। আমাদের গরীবের বন্ধু হক সাহেব।’
আজ (২৬ অক্টোবর)কিংবদন্তি এই রাজনীতিবিদের জন্মদিন। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ শেরা বাংলা আবুল কাশেম ফজলুল হককে। ছবিটি তুলেছেন লাইফ ম্যাগাজিনের ফটোগ্রাফার জেমস বার্ক।
বিএসডি /আইপি