জেলা প্রতিনিধি:
পাটুরিয়া ঘাটে ফেরি উল্টে যাওয়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম প্রবেশদ্বার নামে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
বুধবার (২৭ অক্টোবর) সকালে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাট পন্টুনে আমানত শাহ নামের রো রো ফেরিটি পৌঁছানোর আগে উল্টে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া প্রান্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনগুলোর জট তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে আমানত শাহ ফেরিটি গাড়ি লোড করে পাটুরিয়ায়ার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে আমানত শাহ ফেরিটি পাটুরিয়ার ৫ নং ফেরিঘাটে নোঙর করলে ৩টি যানবাহন নামার পরই ১৭টি যানবাহন নিয়ে ফেরিটি ডুবে যায়।
তারপরই ৫ নং ফেরিঘাট বন্ধ করে দিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সহ বিআইডব্লিউটিসি। ফলে উভয়প্রান্তে ঘাটসংকট ও ফেরিসংকটের কারণে দৌলতদিয়া প্রান্তে যানজট সৃষ্টি হয়েছে।
আরিচা ফেরি স্টেশনের পরিদর্শক মুজিবুর রহমান ঢাকা পোস্টকে জানান, পানির নিচ থেকে এখন পর্যন্ত একটি মোটরসাইকেল পাওয়া গিয়েছে। শেষ গাড়ি ও যাত্রী উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
ঘাট এলাকায় দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ৬ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি। এর মধ্যে জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পেট্রোল পাম্প পর্যন্ত ২ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে যাত্রীবাহী বাস।
চুয়াডাঙ্গা থেকে আসা দিগন্ত পরিবহনের যাত্রী ইশান শেখ বলেন, ঘাট এলাকায় সাড়ে ৫ ঘণ্টা ধরে অপেক্ষা করছি। ঘাট থেকে এখনো ৩ কিলোমিটার দূরে আছি। পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়াও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই এখনো সিরিয়ালে আটকে আছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়ায় উদ্ধার তৎপরতার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বিএসডি / আইকে