আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামি গোষ্ঠীর হাজার হাজার সদস্য বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এতে পুলিশ এবং বিক্ষোভকারী— উভয় পক্ষের হতাহত হয়েছে বলে জানিয়েছে নিষিদ্ধ ওই গোষ্ঠী।
বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাবে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সদস্যদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়েছে। পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার মহাসড়কে বিক্ষোভের সময় সংঘর্ষে পুলিশের অন্তত ৪ সদস্য নিহত হয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আগামী ৬০ দিনের জন্য পাক রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।
পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বলেছেন, টিএলপির কর্মীরা পুলিশের বিরুদ্ধে একে-৪৭, এসএমজি এবং পিস্তল ব্যবহার করেছেন। এর ফলে সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের কতজন সদস্য নিহত হয়েছেন সেবিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি এই কর্মকর্তা। তবে প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বলছেন, তাদেরও বেশ কয়েকজন সদস্য নিহত এবং আহত হয়েছেন।