ক্রীড়া ডেস্ক:
গুরুত্বপূর্ণ সময়ে ‘চিকি’ শট খেলতে গিয়ে আগের ম্যাচেও উইকেট হারিয়েছেন মুশফিকুর রহিম। তাতে বাংলাদেশও পড়ে গিয়েছিল বড় বিপদে। আজও প্রায় একই কাজ করলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে খেলতে গেলেন উদ্ভাবনী শট, কাজের কাজ তো হলোই না, উলটো উইকেট খুইয়ে দলই পড়ল বিপদে।
রবি রামপলের করা ওভারের প্রথম বলেই চার মেরেছিলেন মুশফিক। পরের বলে ডট দিয়ে যেন চাপ সৃষ্টি করেছিলেন উইন্ডিজ বোলার। এরপরই তাই বিখ্যাত স্কুপ শটটা খেলতে গেলেন তিনি। তাতে ব্যাটে বলে হলো না, উলটো বলটা আঘাত হানলো স্টাম্পে। উইকেট ছত্রখান, সঙ্গে যেন বাংলাদেশের আশাও ছিনতাই হবার যোগাড়!
এমন কিছু অবশ্য মুশফিক আজই প্রথম করেননি। এর আগের ম্যাচেও ঘটেছে এমনটা। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তখন বিপদে। তখন টিকে থাকা খুব প্রয়োজন ছিল মুশফিকের, তখনই রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
এর আগে স্কটল্যান্ডের বিপক্ষেও আউট হয়েছিলেন একই ঢংয়ে। বাংলাদেশের জয়ের আশাও শেষ হয়ে গিয়েছিল তাতে।
বিএসডি /আইপি