একসময় অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ছিল অপ্রতিরোধ্য। একটানা ম্যাচ জয়ের রেকর্ড ছিল তাদের দখলে। এমনও অনেক আসর গেছে যেখানে টানা জয় ধরে রেখেছিল টিম অস্ট্রেলিয়া। তবে এখন আর সেই আধিপত্য নেই। তাই বলে এমন লজ্জাজনক রেকর্ডের সঙ্গে জড়িয়ে যাবে অস্ট্রেলিয়ার নাম তা বোধহয় ক্রিকেটপ্রেমীরা দুঃস্বপ্নেও ভাবেননি।
দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ১২৫ রানে অল-আউট হওয়া মাত্রই এমন এক হতাশাজনক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া, যে দাগ তারা চাইলেও সহজে মুছে ফেলতে পারবে না।
আসলে এই নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৬ বার অল-আউট হয় অস্ট্রেলিয়া। এক বছরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আর কোনো দল এতবার অল-আউট হয়নি। এ নিরিখে অস্ট্রেলিয়া ভেঙে দেয় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের যুগ্ম রেকর্ডও।
২০১৭ সালে শ্রীলঙ্কা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৫ বার অল-আউট হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ সালে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৫ বার অল-আউট হয়।
উল্লেখ্য, শনিবার দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রান তুলে নেয়। ৫০ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড।
সূত্র : হিন্দুস্তান টাইমস, বাংলা
বিএসডি/এসএসএ