স্পোর্টস ডেস্ক:
অলিখিত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, তাদের সেমির পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে। দুবাইয়ে সুপার টুয়েলভের এমন মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ দিচ্ছেন কিউই বোলাররা। শুরুতেই ভারতকে চাপে ফেলে দিয়েছেন তারা। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানের মাথায় ইশান কিশান (৮ বলে ৪ রান) সাজঘরে ফিরেছেন ট্রেন্ট বোল্টের শিকার হয়ে।
এরপর ষষ্ঠ ওভারে আরও এক ব্যাটারকে হারিয়েছে ভারত। এবার টিম সাউদিকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ হয়েছেন লোকেশ রাহুল (১৬ বলে ১৮)।
সেখান থেকে হাল ধরা দূরের কথা, দলকে বিপদে ফেলে ফিরে যান অভিজ্ঞ রোহিত শর্মাও। ব্যক্তিগত ১ রানে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি হার্ডহিটিং এই ব্যাটার।
অষ্টম ওভারে ইশ সোধির ঘূর্ণিতে তুলে মারতে গিয়ে লংঅনে ক্যাচ হন রোহিত। ১৪ বলে ১৪ রানেই থামে তার ইনিংস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৪৩ রান। বিরাট কোহলি ৫ আর রিশাভ পান্ত ২ রানে অপরাজিত আছেন।
বিসডি / আইকে