নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধিরা। রাষ্ট্রদূত নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১ নভেম্বর) এক টুইটে চার্লস হোয়াইটলি লিখেছেন, “সাম্প্রতিক উদ্বেগজনক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধিদের সাথে বিস্তৃত মতবিনিময়।”
রাষ্ট্রদূতের পোস্ট করা একটি ছবিতে দেখা যায় হিন্দু মহাজোটের প্রতিনিধিরা তাকে ফুলের তোড়া উপহার দিচ্ছেন।
প্রতিনিধিদলে ছিলেন মহাজোটের কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হচ্ছে বাংলাদেশের একটি হিন্দু গণ-মানুষের সামাজিক সংগঠন। এটি দেশের ছোট-বড় ২৩টি হিন্দু ধর্মীয় সংগঠনের জোট। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু মহাজোট নামে প্রতিষ্ঠিত হয়। সংঘটনটির লক্ষ্য – হিন্দু সমাজকে সুসংহত করা এবং হিন্দু ধর্ম রক্ষা করার সেবা করা।
বিএসডি /আইপি