নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে বাড়ছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো জেলা।
শ্রীমঙ্গলে যাতায়াতকারী আবুল হাসনাত গাণিম বলেন, রাতে শ্রীমঙ্গলে প্রচুর ঠান্ডা ছিল। আমার সঙ্গে থাকা একজন অসুস্থ হয়ে পড়েছে। এমন ঠান্ডা হবে বুঝে উঠতে পারেনি।
আবহাওয়াবিদ আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে শীতের তীব্রতা আরও বাড়বে।
বিএসডি / আইকে