জেলা প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লায় সহিংসতার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা ভাঙচুরের মামলায় ১৭ জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (০৩ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আল মাহামুদ। তিনি জানান, ১৮ আসামিকে আদালতে তুলে ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত ১৭ জনকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বিএসডি / আইকে