নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নে তালুক জামিরা গ্রামে শেয়ালের আতঙ্কে এখনো রাতদিন গ্রাম পাহারা দিচ্ছে গ্রামবাসী।
শেয়ালের আক্রমনে এ পর্যন্ত ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। অন্যদিকে গ্রামবাসীর হাতে মারপিটের শিকার হয়ে এ পর্যন্ত ৩টি শেয়ালও প্রাণ হারিয়েছে।
এসব নিয়ে তোলপাড় শুরু হলে পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেন।
তিনি বলেন, এসব কোনো ক্ষুধার্ত শেয়াল হতে পারে । শেয়াল কোন হিংস্র প্রাণী নয় তাই বাঁশি বাজিয়ে তাড়িয়ে দেওয়ার পরামর্শ দেন। এরপরও যখন আক্রমনের শিকার হয়েছে তখন গ্রামবাসী বাধ্য হয়েই নানা দেশিয় অস্ত্র হাতে নিয়েছে।
আতঙ্ক কাটাতে এবং প্রাণিটি শেয়াল না অন্য কিছু তা খতিয়ে দেখতে ইতোমধ্যে পলাশবাড়ি থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন। এছাড়াও গত দুদিন ধরে বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞ দলের কামরুদ্দিন রাশেদ, গাজী সাইফুল তারেক, মাহবুবে খোদা গ্রামগুলো পরিদর্শন করে প্রাণীটির পায়ের ছাপ ও নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয়েছেন- প্রাণীটি শেয়াল।
তারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তাদের উদ্দেশে বলেন, এটি অন্যকোন অচেনা জন্তু নয়। এসব জলাতঙ্কগ্রস্ত শেয়াল। তাই গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেন ।
বিএসডি /আইপি